• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মিরপুরে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭ জন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৮:১৬ এএম
মিরপুরে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭ জন

রাজধানীর মিরপুর ১১ নম্বর&n🐼bsp;এলাকায় সি ব্লকে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে শিশুসহ ৭ জন 🐟দগ্ধ হয়েছেন। 

বুধবার (২৫ আগ🌜স্ট) রাত ১টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টꦑিক সার্জারি ইন্সটিটিউটে নেওয়া হয়।

দগ্ধরা হলেন- ♏নওশীন (৫), শফিক (৩৫), নাজনীন (২৫), রেনু (৩৫), সুমন ( ৪০), রোওশনারা (৭০) ও রিনা (৫০)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ছয় তলা বাড়ির নিচে গ্যাসলাইনে লিকেজ ছিল। দুদꩵিন আগে গ্যাসের লিকেজ ঠিক করা হয়। কিন্তু রাতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দুই পথচারী𓆏 ও নিচতলার ভাড়াটিয়াসহ ৫ জন দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইꦑন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, জরুরি বিভাগ✱ে দগ্ধদের  চিকিৎসা চলছে। শিশুটিকে আইসিইউতে পাঠানো হয়েছে। দুই-একজনের অবস্থা আশঙ্কাজনক।

Link copied!